ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

স্বাস্থ্য

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক এনায়েত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৩
সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক এনায়েত

সিলেট: সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য (ভিসি) হয়েছেন অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন। তিনি সাবেক ভিসি অধ্যাপক ডা. মোর্শেদ আহমেদ চৌধুরীর স্থলাভিষিক্ত হচ্ছেন।

রোববার (১ জানুয়ারি) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য (চ্যান্সেলর) স্বাক্ষরিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধিভুক্ত স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের এক আদেশে চার বছরের জন্য তাকে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি করা হয়েছে।

অধ্যাপক এনায়েত স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ছিলেন। তাঁর বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া গ্রামে।

ভিসি হিসেবে অধ্যাপক ডা. মোর্শেদ আহমেদ চৌধুরীর মেয়াদ শেষ হওয়ায় এ পদে স্থলাভিষিক্ত হলেন অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২৩
এনইউ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।