ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

বরিশাল শেবাচিম হাসপাতাল পরিচ্ছন্নতা অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৩
বরিশাল শেবাচিম হাসপাতাল পরিচ্ছন্নতা অভিযান

বরিশাল: বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতাল অঙ্গন এবং ওয়ার্ড পরিচ্ছন্ন রাখতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া এ অভিযানে নেতৃত্ব দেন হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম।

এ সময় ডা. সাইফুল ইসলাম বলেন, হাসপাতালে পরিচ্ছন্নতা কর্মীর সংকট রয়েছে। এজন্য তিনি সিদ্ধান্ত নিয়েছেন সপ্তাহে একদিন চিকিৎসক, সেবিকা, কর্মচারী সবাই মিলে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেবেন।

অপরদিকে হাসপাতালের ওয়ার্ডে মাস্টার এবং ওয়ার্ডবয়দের নির্দেশ দেওয়া আছে যার যার ওয়ার্ড পরিষ্কার রাখতে।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, জানুয়া‌রি ২৪, ২০২৩
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।