ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

পাবনা জেনারেল হাসপাতালে নার্স লাঞ্ছিত, প্রতিবাদে কর্মবিরতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৩
পাবনা জেনারেল হাসপাতালে নার্স লাঞ্ছিত, প্রতিবাদে কর্মবিরতি

পাবনা: পাবনা জেনারেল হাসপাতালের এক ইন্টার্ন নার্সকে শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদসহ আট দফা দাবিতে কর্মবিরতি পালন করেছেন ইন্টার্ন নার্সরা। মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাতের এ ঘটনার পর থেকেই সব সেবামূলক কাজ বন্ধ রেখেছেন তারা।


বুধবার (০১ ফেব্রুয়ারি) সকালে ইন্টার্ন নার্সরা পুনরায় কর্মবিরতি দিয়ে হাসপাতাল চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেন।  

এ সময় বক্তব্য দেন বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন পাবনা জেলা শাখার সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক শাহীন আলম, সহসভাপতি বেল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, সহসাংগঠনিক সম্পাদক রিসাত ইসলাম রিতিসহ অনেকে।
বক্তারা ইন্টার্ন নার্সকে শারীরিকভাবে লাঞ্ছিতকারী দালাল সাদ্দামকে গ্রেফতারসহ আট দফা দাবি মেনে নিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। অবিলম্বে দাবি না মানলে তারা কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

গত মঙ্গলবার মেডিসিন ওয়ার্ডের মহিলা ইউনিটে দায়িত্বরত পাবনার ইছামতি নার্সিং কলেজের ডিপ্লোমা ইন সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাজা হোসেনকে সাদ্দাম হোসেন নামে হাসপাতালের এক দালাল শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ ঘটনার পর থেকে কর্মবিরতি শুরু করেছেন ইন্টার্ন নার্সরা।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৩
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।