ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

স্বাস্থ্য

রামেক হাসপাতালে কোনো সিন্ডিকেট চলবে না: স্বাস্থ্যমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
রামেক হাসপাতালে কোনো সিন্ডিকেট চলবে না: স্বাস্থ্যমন্ত্রী

রংপুর: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কোনো সিন্ডিকেট চলবে না। সরকারি হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের যারা বাধা দেবে তাদের হাসপাতালে রাখা হবে না।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রংপুর নগরীর ১০০ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতাল উদ্বোধন শেষে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামীতে হাসপাতালে রোগীদের উন্নতমানের কাঙ্খিত সেবা নিশ্চিত করা হবে। এছাড়া আধুনিক শিশু হাসপাতালের মাধ্যমে রংপুর বিভাগের শিশুরা আধুনিক সেবা পাবেন। আমরা সে দিকে নজর দিচ্ছি।

তিনি আরও বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সব ধরনের আধুনিক যন্ত্রপাতি থাকা স্বত্ত্বেও রোগীরা কেন সেবা পাবে না, সেদিকে বিশেষ দৃষ্টি দেওয়া হয়েছে। আরও সেবা বৃদ্ধির চেষ্টা চলছে।

রংপুরের স্বাস্থ্যসেবা নিয়ে প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদের স্পিকারের বিশেষ দৃষ্টি রয়েছে বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এবিএম আবু হানিফ, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. বিমল রায়, জেলা প্রশাসক ড. চিত্র লেখা নাজনীনসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।