ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

ক্যানসার জয় বাংলাদেশি শিশুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, মার্চ ৪, ২০২৩
ক্যানসার জয় বাংলাদেশি শিশুর

ঢাকা: ক্যানসার চিকিৎসায় নতুন দিগন্তের সূচনা করেছে ‘প্রোটন বিম থেরাপি’। দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের প্রথম এবং একমাত্র প্রোটন থেরাপি সেন্টার হিসেবে এ সেবা দিচ্ছে ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো প্রোটন ক্যান্সার সেন্টার (এপিসিসি)।

বাংলাদেশসহ বিভিন্ন দেশের রোগীরা এ সেবা নিয়ে আশ্চর্যজনক সুফল পেয়েছেন। সম্প্রতি অ্যাপোলো প্রোটন ক্যানসার সেন্টারে রেডিওথেরাপি ও ‘প্রোটন বিম থেরাপি’ নিয়ে ডিফিউজ গ্লিওমার ক্যানসার থেকে সুস্থ হয়ে আলোড়ন সৃষ্টি করেছে ছয় বছর বয়সী এক বাংলাদেশি শিশু।

শনিবার (৪ মার্চ) ঢাকার একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জয়েন্ট কমিশন ইন্টারন্যাশনাল (জেসিআই) স্বীকৃত অ্যাপোলো প্রোটন ক্যানসার (এপিসি) সেন্টারের কর্মকর্তারা এসব কথা জানান।  

সংবাদ সম্মেলনে ক্যানসার রোগীদের চিকিৎসায় প্রোটন বিম থেরাপি বিষয়ে বিস্তারিত তুলে ধরেন অ্যাপোলো প্রোটন ক্যানসার সেন্টারের সিনিয়র কনসালট্যান্ট রেডিয়েশন অনকোলজিস্ট ডা. স্বপ্ন নানজিয়া।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দেবস্মিতা সরকার নামে ওই শিশুটি চোখের দ্বৈত দৃষ্টি ও সীমিত নড়াচড়ার সমস্যা নিয়ে ঢাকা থেকে চেন্নাইয়ে যায়। অ্যাপোলে সেন্টারে পরীক্ষা-নিরীক্ষার পর তার ডিফিউজ গ্লিওমার ক্যানসার ও সেন্ট্রাল নার্ভাস সিস্টেম টিউমার (সিএনএস) ধরা পড়ে। ২০২০ সালের সেপ্টেম্বরে তার রেডিওথেরাপি ও প্রোটন বিম থেরাপি শেষে পরীক্ষায় দেখা যায় টিউমারটি কমেছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ক্যানসার চিকিৎসায় অ্যাপোলো প্রোটন ক্যানসার সেন্টারে একদল বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন। বিভিন্ন ধরনের ক্যানসার তাদের প্রোটন বিম থেরাপির সাফল্য রোগীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

সংবাদ সম্মেলনে ডা. স্বপ্ন নানজিয়া বলেন, ক্যানসারের প্রথাগত চিকিৎসার তুলনায় প্রোটন বিম থেরাপির সুবিধা অনেক বেশি। প্রোটন বিম থেরাপিতে আক্রান্ত টিস্যুর আশেপাশে অন্যান্য সুস্থ টিস্যুর কোনো ধরনের ক্ষতি হয় না। ফলে ঝুঁকিমুক্ত অবস্থায় পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই ক্ষতিকর টিউমারের বিনাশ ঘটাতে উচ্চ মাত্রার রেডিয়েশন প্রয়োগ করা সম্ভব হয়।

শিশুটির বাবা ডা. দেবাশীষ সরকার বলেন, এপিসি সেন্টার আমাদের জীবনে আলো ফিরিয়েছে। আমি হাসপাতালটির চিকিৎসকসহ সবার কাছে কৃতজ্ঞ।

সংবাদ সম্মেলনে নিজের ক্যানসার চিকিৎসার কষ্টদায়ক অভিজ্ঞতার কথা বর্ণনা করেন জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (জনসংযোগ-০২) ও সংবাদ পাঠক লাবন্য আহমেদ। প্রোটন বিম থেরাপিতে রোগীদের কষ্ট লাঘব হওয়ায় এ পদ্ধতিকে স্বাগত জানান এ ক্যানসারজয়ী।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, মার্চ ০৪, ২০২৩
আরকেআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।