ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

স্বাস্থ্য

স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক বদিউজ্জামানকে সংবর্ধনা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, মার্চ ৫, ২০২৩
স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক বদিউজ্জামানকে সংবর্ধনা

ঢাকা : পদোন্নতি পাওয়ায় মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক মো. বদিউজ্জামানকে সংবর্ধনা দিয়েছে বিভিন্ন সংগঠন।

শনিবার (০৪ মার্চ) সন্ধ্যায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা আরাফাত হাসপাতাল অ্যান্ড ডায়গনস্টিত সেন্টারের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এতে বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতি, বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট অ্যাসোশিয়েসন ও বাংলাদেশ সিএইচসিপি অ্যাসোশিয়েশন, সিরাজদিখান শাখার পক্ষ থেকে মো. বদিউজ্জামানকে সংবর্ধনা দেওয়া হয়।  

স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতির কেন্দ্রী সভাপতি দীনেশ চন্দ্র মণ্ডলের সভাপতিত্বে পরিচালিত অনুষ্ঠানে সদ্য পদোন্নতিপ্রাপ্ত মো. বদিউজ্জামানকে ফুল এবং উপহার দিয়ে সংবর্ধিত করা হয়।  

এ সময়ে জনস্বাস্থ্য বিভাগের উপ-পরিচালক ডা. দুলাল হোসেন, নূরুল ইসলাম তালুকদার, উত্তম মণ্ডল, মো. মাহমুদ মাদবর, শ্যামল পৈত, লুবনা আক্তার, সোহরাব হোসেনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতি, বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট অ্যাসোশিয়েশন, বাংলাদেশ সিএইচসিপি অ্যাসোশিয়েশন সিরাজদিখান শাখার সদস্যসহ শতাধিক স্বাস্থ্য কর্মী অনুষ্ঠানে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০২৩
জিসিজি/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।