ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

‘এক বিশ্ব, এক স্বাস্থ্য’ সম্মেলনে যোগ দিতে ভারতে স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৩
‘এক বিশ্ব, এক স্বাস্থ্য’ সম্মেলনে যোগ দিতে ভারতে স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা: ‘এক বিশ্ব, এক স্বাস্থ্য’ সম্মেলনে অংশ নিতে ভারত সফরে গেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিজি ৩৯৭ এর একটি ফ্লাইটে দিল্লির উদ্দেশ্যে যাত্রা করেন তিনি।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের আয়োজিত দিল্লির প্রগতি ময়দানে আগামী ২৬ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত তিন দিনব্যাপী ‘এক বিশ্ব, এক স্বাস্থ্য’ সেমিনারে অংশ নেবেন মন্ত্রী। সম্মেলন শেষে আগামী ২৯ এপ্রিল রাতে তিনি দেশে ফিরবেন।

স্বাস্থ্যমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম।

‘এক বিশ্ব, এক স্বাস্থ্য’ সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে- বিশ্বব্যাপী সমমান সম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অংশীদারিত্ব বাড়ানো।

সম্মেলনে মধ্যপ্রাচ্য, আফ্রিকা, সার্কভুক্ত দেশগুলোসহ বিশ্বের ৭০টি দেশের প্রায় ৫০০ জন প্রতিনিধি অংশ নেবেন। ভারতের বিখ্যাত হাসপাতালগুলো, স্বাস্থ্যসেবা সংক্রান্ত সংস্থাগুলো এবং বিখ্যাত চিকিৎসকদের মাধ্যমে বিভিন্ন প্রদর্শনীর পাশাপাশি আলোচনা সভা, আঞ্চলিক ফোরাম, বিটুবি মিটিং অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৩
আরকেআর/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।