ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম সারা বছর চালাতে হবে: স্বাস্থ্যের ডিজি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, জুলাই ২০, ২০২৩
ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম সারা বছর চালাতে হবে: স্বাস্থ্যের ডিজি

ঢাকা: ডেঙ্গু প্রতিরোধের কার্যক্রম সারা বছর চালাতে হবে বলে উল্লেখ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশিদ আলম।

বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের এফডিসিতে ডেঙ্গু প্রতিরোধে নাগরিক সচেতনতা নিয়ে ছায়া সংসদবিষয়ক ইউসিবি পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. আবুল বাশার মো. খুরশিদ আলম বলেন, দীর্ঘদিন ধরেই উষ্ণমণ্ডলীয় অঞ্চলের মানুষ ডেঙ্গু আক্রান্ত হচ্ছে, বাংলাদেশ এর ব্যতিক্রম নয়। আমাদের ডেঙ্গু চিকিৎসার গাইডলাইন তৈরি করা আছে। ডেঙ্গুর গাইডলাইন অনুযায়ী চিকিৎসা দেওয়া আমাদের দায়িত্ব, আমরা সেটা করছি। কিন্তু ডেঙ্গু প্রতিরোধ স্বাস্থ্য মন্ত্রণালয় কিংবা অধিদপ্তর একা করতে পারবে না। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা অনেক বড় একটা কাজ, তবে যারা মশা নিয়ন্ত্রণে কাজ করেন, তাদের দায়িত্ব আরও অনেক বেশি বলে আমি মনে করি। সারা বছর এ কার্যক্রম চালিয়ে যাওয়া উচিত।

তিনি বলেন, বিগত বছরের পরিসংখ্যানগুলো থেকে আমরা দেখতে পাই, ডেঙ্গু কিন্তু সারা বছরই কমবেশি ছিল। শীতকালে ডেঙ্গু মশার প্রকোপ কম থাকে, উষ্ণ আবহাওয়ায় ডেঙ্গুর প্রজনন বেশি হয়। জানুয়ারি মাসেও ১২৬ জন ডেঙ্গু আক্রান্ত ছিল। গত বছর জুলাই মাসে আমাদের রিপোর্টেড কেস ছিল ১ হাজার ৭৭১ জন। এ বছর সেটা অনেক বেড়ে গেছে, গতকাল পর্যন্ত আমরা দেখছি ১৭ হাজার ১৪ জন আক্রান্ত হয়েছে। অর্থাৎ ডেঙ্গু আক্রান্ত একটি সময়ে সর্বোচ্চ পর্যায়ে যায়, আবার এটা কমে যায়। অর্থাৎ প্রতিরোধের কাজটা আমাদের সারা বছর চালিয়ে নিতে হবে।

বিতর্ক প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

ছায়া সংসদে প্রস্তাবের পক্ষে ইস্টার্ন ইউনিভার্সিটি ও বিপক্ষে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিতার্কিকরা অংশগ্রহণ করে।

‘নাগরিক সচেতনতাই পারে ডেঙ্গু প্রতিরোধ করতে’ শীর্ষক ছায়া সংসদে বিপক্ষে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিতার্কিকরা জয়ী হোন।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, জুলাই ২০, ২০২৩
আরকেআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।