ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

জীবদ্দশায় প্রতি পাঁচজনে একজন ক্যানসারে আক্রান্ত হন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৩
জীবদ্দশায় প্রতি পাঁচজনে একজন ক্যানসারে আক্রান্ত হন

ঢাকা: প্রতি পাঁচজনে একজন মানুষ তার জীবদ্দশায় ক্যানসারে আক্রান্ত হন বলে উল্লেখ করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ‘বিশ্ব হেড-নেক ক্যানসার দিবস ২০২৩’ উপলক্ষে আয়োজিত সভা থেকে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) দিবসটি উপলক্ষে নাক কান গলা হেড অ্যান্ড নেক সার্জারি বিভাগের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের বটতলায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও বিভাগের মাল্টিপারপাস হলে আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

তিনি বলেন, সব দিবসের মূল লক্ষ্য সচেতনতা সৃষ্টি করা। এ দিবস থেকেও সবাই সচেতন হবে বলে আশা করি। সারাদেশে হেড-নেক ক্যানসার সার্জনের অপ্রতুল। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন দেশে বিশেষজ্ঞ চিকিৎসক বাড়ানোর লক্ষ্যে কাজ করছে। হেড-নেক সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা ও মান বাড়ানোর ওপর আমরা জোর দিচ্ছি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতি পাঁচজনে একজন মানুষ তার জীবদ্দশায় ক্যানসারে আক্রান্ত হন। প্রথম অবস্থায় এ রোগ ধরা পড়লে যথাযথ চিকিৎসার মাধ্যমে প্রায় সবাই ভালো হয়ে যায়। কিন্তু দেরিতে চিকিৎসা শুরু করার কারণে এ রোগে রোগীরা অনেক কষ্ট পান এবং সুস্থ হবার সম্ভাবনা কমে যায়। সচেতনতার লক্ষ্যে সচেতনতামূলক পোস্টার, লিফলেট, ব্যানার, ইত্যাদির মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে।

হেড-নেক সার্জারি ডিভিশনের প্রধান অধ্যাপক ডা. বেলায়েত হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপনা করেন অধ্যাপক ডা. মো. আব্দুস সাত্তার। ডা. সৈয়দ ফারহান আলী রাজীবের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অধ্যাপক ডা. মো. মোসলেহ উদ্দিন।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৩
আরকেআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।