ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

জাতীয় শোক দিবস

ঢামেকে উন্নত মানের খাবার-ফ্রি চিকিৎসা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৭ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৩
ঢামেকে উন্নত মানের খাবার-ফ্রি চিকিৎসা

ঢাকা: মঙ্গলবার (১৫ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী। বাংলাদেশের জাতীয় শোক দিবস।

শোকাহত জাতি গভীর শ্রদ্ধাভরে তার জনককে স্মরণ করছে। এই জাতীয় শোক দিবসে ঢাকা মেডিকেল হাসপাতাল কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচি নিয়েছে। জাতীয় পতাকা অর্ধনমিত, রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা ও উন্নতমানের খাবার দেওয়াসহ নানা রকম উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক এ কথা বলেন।

তিনি বাংলানিউজকে বলেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত হাসপাতালের বহির্বিভাগ ও জরুরি বিভাগে চিকিৎসার জন্য বিনামূল্যে রোগীদের টিকেট দেওয়া হবে।

তিনি বলেন, এ দিন বঙ্গবন্ধুর জীবনের ওপর আলোচনার পাশাপাশি হাসপাতালের মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পাশাপাশি রোগীরা খাবে উন্নত মানের খাবার।

বাংলাদেশ সময়: ০৭৫৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৩
এজেডএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।