ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

স্বাস্থ্য

দক্ষিণ সিটির ৩ হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা

স্টাফ করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৩
দক্ষিণ সিটির ৩ হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা প্রতীকী ছবি

ঢাকা: দেশজুড়ে উদ্বেগজনক হারে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।

বর্ষার এ মৌসুমে জ্বর-ঠান্ডা হলেই লোকজন ভিড় করছেন হাসপাতালে।

অভিযোগ উঠেছে, কোনো কোনো বেসরকারি হাসপাতালে ডেঙ্গুর টেস্টের জন্য ১ হাজার থেকে ৩ হাজার টাকা পর্যন্ত রাখা হচ্ছে। এ অবস্থায় রাজধানীর তিন হাসপাতালে বৃহস্পতিবার (১৭ আগস্ট) থেকে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

বুধবার (১৬ আগস্ট) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (১৭ আগস্ট) থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মালিকানাধীন ৩টি হাসপাতাল তথা—মহানগর জেনারেল হাসপাতাল, মহানগর শিশু হাসপাতাল ও নাজিরাবাজার মাতৃসদন হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু রোগের পরীক্ষা করা হবে।

প্রতিদিন সকাল ৮টা হবে দুপুর ২টা পর্যন্ত এ সেবা প্রদান করা হবে। শুক্রবার ব্যতীত সপ্তাহের বাকি ৬ দিন এ সেবা চালু থাকবে।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৩
এইচএমএস/জেএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।