ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

স্বাস্থ্য

ডেঙ্গু: সালথায় স্যালাইন-কীট দিলেন এমপি লাবু চৌধুরী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২৩
ডেঙ্গু: সালথায় স্যালাইন-কীট দিলেন এমপি লাবু চৌধুরী

ফরিদপুর: ফরিদপুরের সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইভি স্যালাইন ও ডেঙ্গু টেস্টের কীট অনুদান হিসেবে দিলেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী।  

বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় তিনি নিজ তহবিল থেকে এক হাজার ব্যাগ আইভি স্যালাইন ও এক হাজার ডেঙ্গু টেস্টের কীট দেন।

 

সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরীর সভাপতিত্বে এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিছুর রহমান বালী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী আবদুল মোমিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়া, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলুসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।  

এ সময় স্বাস্থ্য কেন্দ্রে সেবা নিতে আসা রোগীদের খোঁজও নেন ফরিদপুর-২ আসনের এই সংসদ সদস্য।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।