ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ডেঙ্গু: সিরাজগঞ্জে প্রাণ গেল কলেজছাত্রের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৩
ডেঙ্গু: সিরাজগঞ্জে প্রাণ গেল কলেজছাত্রের

সিরাজগঞ্জ: জেলার বেলকুচিতে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মোহাম্মদ মিঠু (১৮) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) গভীর রাতে এনায়েতপুর খাঁজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মোহাম্মদ মিঠু বেলকুচি পৌর এলাকার রতনকান্দি গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে ও বেলকুচি সরকারি কলেজের ছাত্র।

স্বজনরা জানায়, বেশ কিছুদিন ধরেই জ্বরে ভুগছিল মিঠু। চিকিৎসকের পরামর্শে তার রক্তসহ বিভিন্ন পরীক্ষা করানো হয়। পরীক্ষার পরে তার ডেঙ্গু সনাক্ত হয়। ধীরে ধীরে তার অবস্থা খারাপ হতে থাকে। পরে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার গভীর রাতে মারা যায় মিঠু।  

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে এ তথ্য নিশ্চিত করেন বেলকুচি পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম। তিনি বলেন, কয়েকদিন ধরে ডেঙ্গুরোগে আক্রান্ত কলেজছাত্র মিঠু বৃহস্পতিবার রাতে মারা গেছে।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৩ 
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।