ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

স্তন ক্যানসার সচেতনতা বিষয়ে কুষ্টিয়ায় উঠান বৈঠক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৩
স্তন ক্যানসার সচেতনতা বিষয়ে কুষ্টিয়ায় উঠান বৈঠক

কুষ্টিয়া: বিশ্ব স্তন ক্যানসার সচেতনতা দিবস উপলক্ষে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা সাগরখালী আশ্রয়ণ প্রকল্পে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এর আগে মঙ্গলবার (১০ অক্টোবর) উঠান বৈঠকটির আয়োজন করে কুষ্টিয়া ক্যানসার সোসাইটি। উঠান বৈঠকে স্তন ক্যানসারের কারণ, লক্ষণ ও আক্রান্ত হলে করণীয় নিয়ে আলোচনা করেন স্বাস্থ্যকর্মী সালমা ইয়াসমিন, পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. জসিম উদ্দিন ও মো. ফজলুল হক।

উঠান বৈঠকে উপস্থিত স্থানীয় মা-বোনদের উদ্দেশে স্বাস্থ্যকর্মী সালমা ইয়াসমিন বলেন, স্তন ক্যানসার একটি মারাত্মক রোগ। তবে সঠিক সময়ে সচেতনতা ও চিকিৎসার মাধ্যমে এ রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব।

উঠান বৈঠক শেষে আলোচ্য বিষয়ে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও উপস্থিত সবার মধ্যে নাশতা বিতরণ করা হয়।  

আয়োজনে সভাপতিত্ব করেন কুষ্টিয়া ক্যানসার সোসাইটির সভাপতি মো. ফরিদুল ইসলাম (ফরিদ)। উঠান বৈঠকে সহযোগিতায় ছিল কুষ্টিয়ার কৃষিবিষয়ক সংগঠন কৃষকের বাতিঘর ও কৃষি বিডি।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৩
এইচএমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।