ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ফরিদপুরে ডেঙ্গুতে প্রাণ গেল আরও এক শিশুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩
ফরিদপুরে ডেঙ্গুতে প্রাণ গেল আরও এক শিশুর

ফরিদপুর: জেলার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ১০৭ জনে।

 

গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ২৫৩ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৫২১ জন।

মারা যাওয়া ওই শিশু হলো ঝিনাইদহের হরিনাকুণ্ডু উপজেলার ভূইয়াপাড়া এলাকার মো. আশরাফুলের ছেলে ইশান (০৬)।

রোববার (২৯ অক্টোবর) দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান।

তিনি জানান, জেলায় এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ২০ হাজার ১৬৬ জন। এরমধ্যে ১৯ হাজার ৫৩৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।