ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

নগরকান্দায় নিখরচায় চিকিৎসাসেবা পেলেন ১২ শতাধিক অসহায় রোগী

ডিস্টিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৩
নগরকান্দায় নিখরচায় চিকিৎসাসেবা পেলেন ১২ শতাধিক অসহায় রোগী

ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের কদমতলী গ্রামে মেডিকেল ক্যাম্প বসিয়ে গরিব-অসহায় ১২ শতাধিক রোগীকে নিখরচায় চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।  

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট জামাল হোসেন মিয়ার উদ্যোগে ‘বাংলাদেশ ইয়ংস্টার সোশ্যাল অর্গানাইজেশন’ জেলা শাখা নিখরচার এ চিকিৎসাসেবার আয়োজন করে।

এতে সহযোগিতায় ছিল নিউ জননী ডি-ল্যাব।

অ্যাডভোকেট জামাল হোসেন নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক।

শুক্রবার (১০ নভেম্বর) সকাল ১০টায় কদমতলী গ্রামে নিজ বাড়িতে দিনব্যাপী এ ফ্রি চিকিৎসাসেবা কার্যক্রম উদ্বোধন করেন জামাল হোসেন মিয়া।  

মোট সাতটি মেডিকেল ক্যাম্প বসিয়ে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে রক্তের গ্রুপ ও ডায়াবেটিস নির্ণয় এবং গাইনিসহ নানা রোগে আক্রান্ত গরিব রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। পাশাপাশি রোগ নির্ণয় করে নিখরচায় ওষুধও দেওয়া হয়।  

মেডিকেল ক্যাম্পে রোগী দেখেছেন ফরিদপুর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আলামিন সরোয়ার, গাইনি ডা. শামীমা শর্মী ও মেডিসিন বিভাগের ডা. জয়দেব ইমান সরকার।

অন্যদের মধ্যে চিকিৎসাসেবা দিয়েছেন নিউ জননী ডি-ল্যাবের ব্যবস্থাপনা পরিচালক মো. ইমদাদ হোসেন, বাংলাদেশ ইয়ংস্টার সোশ্যাল অর্গানাইজেশন ফরিদপুর জেলা শাখার প্রেসিডিয়াম সদস্য জেবা তাহসিন, সভাপতি রবিউল ইসলাম রাব্বি, সহ-সভাপতি আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক আবির হাসান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.কামাল হোসেন মিয়া, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হরিপদ দাস, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানসহ অনেকে।

অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া বলেন, অনেক আগে থেকে ফরিদপুর-২ আসনের জনগণের সেবা করে আসছি। তাদের সুখে-দুঃখে পাশে থাকছি। এরই ধারাবাহিকতায় নগরকান্দা ও সালথা উপজেলার অসহায়-গরিব ১২ শতাধিক রোগীকে আজ নিখরচায় চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করেছি। এ ধরনের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে- ইনশাল্লাহ।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।