ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

বাগেরহাটে হার্ট ফাউন্ডেশনের যাত্রা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৪
বাগেরহাটে হার্ট ফাউন্ডেশনের যাত্রা শুরু

বাগেরহাট: বাগেরহাটে হৃদরোগে আক্রান্তদের চিকিৎসা ও সহযোগিতার জন্য হার্ট ফাউন্ডেশন নামে স্বেচ্ছাসেবী একটি সংস্থার যাত্রা শুরু হয়েছে।  

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে শহরের বিএমএ ভবনে মোড়ক উন্মোচনের মাধ্যমে ফাউন্ডেশন উদ্বোধন করেন বিশ্ব হার্ট ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ডা. জগৎ নারুলা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি প্রফেসর ডা. খন্দকার আব্দুল আউয়াল রিজভী, বাংলাদেশ এনজিওপ্লাস্ট ইন্টারভেনশনের সভাপতি প্রফেসর ডা. এ কে এম ফজলুর রহমান, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ডা. মীর জামাল উদ্দীন, বাগেরহাট হার্ট ফাউন্ডেশনের আহ্বায়ক প্রফেসর ডা. চৌধুরী হাফিজুল আহসান, যুগ্ম আহ্বায়ক ডা. মো. মোশাররফ হোসেন ও সদস্য সচিব অ্যাডভোকেট মো. মশাহ আলম টুকু।

এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বাগেরহাট মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. অরুণ চন্দ্র মণ্ডল, শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর হোসেন, ডা. সালেহীন বাচ্চু, প্রফেসর ডা. শওকত আলী খান, ডা. মাহবুবুর রহমান, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফি জেমস, সনাকের সভাপতি রামকৃষ্ণ বসু, খানজাহান আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ খন্দোকার আসিফ উদ্দিন রাখিসহ অনেকে।  

বক্তারা বলেন, বাগেরহাটে প্রথমবারের মতো চালু হওয়া এ ফাউন্ডেশন হৃদরোগে আক্রান্তদের উন্নয়নে কাজ করবে। এটা একটা জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হবে।  

আয়োজকরা জানান, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ সম্প্রতি “বাগেরহাট হার্ট ফাউন্ডেশন”কে তালিকাভুক্ত করেছে। বাগেরহাটে হার্টের আধুনিক ও সুলভ চিকিৎসার জন্য হাসপাতাল তৈরির প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।