ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

ডিএসইসির সঙ্গে ইনসাফ বারাকাহ হাসপাতালের স্বাস্থ্যসেবা চুক্তি 

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৪
ডিএসইসির সঙ্গে ইনসাফ বারাকাহ হাসপাতালের স্বাস্থ্যসেবা চুক্তি 

ঢাকা: ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) এবং ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের মধ্যে স্বাস্থ্যসেবা কর্পোরেট চুক্তি স্বাক্ষর হয়েছে।  

মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে হাসপাতাল ভবনে আনুষ্ঠানিকভাবে এ চুক্তি স্বাক্ষর করা হয়।

চুক্তিতে স্বাক্ষর করেন ইনসাফ বারাকাহ হাসপাতালের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. আলতাফ হোসেন, জেনারেল ম্যানেজার (হেড অফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স) মোজাফফর হাসান খান মজলিস, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. হাফিজুর রহমান এবং ডিএসইসির সভাপতি মামুন ফরাজী, সহ-সভাপতি আনজুমান আরা শিল্পী ও কল্যাণ সম্পাদক জাফরুল আলম।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনসাফ বারাকাহ হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (বিপণন ও মিডিয়া ইনচার্জ) এইচ এম দুলাল, সিনিয়র এক্সিকিউটিভ (কর্পোরেট) মো. হিরো মিয়া, এক্সিকিউটিভ সাদ আবদুল্লাহ, ডিএসইসির সাংগঠনিক সম্পাদক মনির আহমাদ জারিফসহ অনেকে।

ইনসাফ বারাকাহ হাসপাতালের জেনারেল ম্যানেজার (হেড অফ একাউন্টস অ্যান্ড ফাইন্যান্স) মোজাফফর হাসান খান মজলিস বলেন, দিন দিন কিডনি রোগীর সংখ্যা বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী আশঙ্কা করা হচ্ছে, ২০৪০ সালের মধ্যে ৫০ লাখের বেশি কিডনি বিকল রোগী সংকটাপন্ন অবস্থায় চিকিৎসার অভাবে অকাল মৃত্যুবরণ করবে। তাই প্রতিবছরের মতো এবারও বঙ্গবন্ধুর জন্মদিন, স্বাধীনতা দিবস ও বিশ্ব কিডনি দিবস উপলক্ষে ১৫ দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প শুরু হবে ১৪ মার্চ, চলবে ২৮ মার্চ পর্যন্ত।

চিকিৎসা ক্যাম্পে যেসব সুবিধা:
১. ডাক্তাররা বিনামূল্যে রোগীদের চিকিৎসা পরামর্শ দেবেন (প্রতিদিন বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত)।
২. কিডনি সম্পর্কিত সিরাম ক্রিয়েটিনিন, ইউরিন আর/ই পরীক্ষা ও ডেন্টাল চেক-আপ ফ্রি করা হবে।
৩. ৫০% ছাড়ে বিভিন্ন অপারেশন প্যাকেজের বিশেষ ছাড় দেওয়া হবে (মেডিসিন ও পরীক্ষা নিরীক্ষার খরচের বাইরে)।
৪. মাত্র ১০০০ টাকায় ছয়টি পরীক্ষা (আল্ট্রাসনোগ্রাম, ইসিজি, সিবিসি, সিরাম ক্রিয়েটিনিন, আরবিএস, ইউরিন আর/ই,) প্যাকেজে হেলথ চেক-আপ করার সুযোগ থাকবে।
৫. কিডনি দিবস উপলক্ষে পাঁচজন দরিদ্র রোগীকে এক বছর ফ্রি কিডনি ডায়ালাইসিস করা হবে (মেডিসিন ছাড়া)।
৬. ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিনে শিশু বিশেষজ্ঞরা বিনামূল্যে রোগী দেখবেন।  

ডিএসইসির সভাপতি মামুন ফরজী বলেন, আজ থেকে ডিএসইসির সদস্য ও পরিবারের সদস্যরা ইনসাফ বারাকাহ হাসপাতালে সর্বোচ্চ ডিসকাউন্ট সুবিধা উপভোগ করতে পারবেন। এ চুক্তির মাধ্যমে ডিএসইসির সব সদস্য সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের বিভিন্ন স্বাস্থ্যসেবায় ডিসকাউন্ট সুবিধা উপভোগ করতে পারবেন।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।