ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

মাঙ্কিপক্স: ওসমানী বিমানবন্দরে সতর্কতা জারি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৪
মাঙ্কিপক্স: ওসমানী বিমানবন্দরে সতর্কতা জারি

সিলেট: বিশ্বজুড়ে আতঙ্ক তৈরি করা ভাইরাসজনিত রোগ মাঙ্কিপক্সের ঝুঁকি এড়াতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় গঠন করা হয়েছে মেডিকেল টিম।

সতর্ক করা হয়েছে সবগুলো এয়ারলাইন্সকে। লক্ষণ আছে এমন কাউকে শনাক্ত করা হলে তাদের পৃথক করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা নেওয়াসহ নানা ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

জানা গেছে, ইতোমধ্যে বিমানবন্দর মেডিকেল টিম নিয়ে মেডিকেল স্ক্রিনিং চালু হয়েছে।

এছাড়া প্রয়োজনে আইসোলেশন কক্ষ প্রস্তুত রাখা, যাত্রীদের তাপমাত্রা থার্মাল স্ক্যানারের দ্বারা স্ক্রিন করা ও লক্ষণযুক্ত যাত্রীদের শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে অ্যাম্বুলেন্সের মাধ্যমে পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) বিমানবন্দর কর্তৃপক্ষ, এয়ারলাইন্স অপারেটর, সিভিল সার্জন অফিস ও বিমানবন্দর স্বাস্থ্য বিভাগের একটি ব্রিফিং সেশন অনুষ্ঠিত হয়। এ সময় মাঙ্কিপক্স প্রতিরোধে নানা সিদ্ধান্ত গ্রহণ নিয়ে আলোচনা হয়।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমেদ, সিলেটের সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরীসহ ব্রিফিং সেশনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বিমানবন্দর স্বাস্থ্য কর্মকর্তা, কাস্টমস, ইমিগ্রেশন ও বিমানবন্দরে এয়ারলাইন্সের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ব্রিফিংয়ে সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালের কনসালটেন্ট ডা. বিনায়ক ভট্টাচার্য মাঙ্কিপক্স ভাইরাসের উৎপত্তি, ইতিহাস, সংক্রমণ, সচেতনতা, প্রতিরোধ ও প্রতিকারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৪
এনইউ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।