ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

স্বাস্থ্য

ঢাকার যে ১৩ হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা মিলছে আন্দোলনকারীদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৪
ঢাকার যে ১৩ হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা মিলছে আন্দোলনকারীদের

ঢাকা: রাজধানীর ১৩টি সরকারি হাসপাতালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র-জনতার বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বুধবার (২১ আগস্ট) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্র-জনতার চিকিৎসার জন্য সারা দেশের সরকারি হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।  

ঢাকায় অবস্থিত যেসব হাসপাতালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে - 

১) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল  

২) সম্মিলিত সামরিক হাসপাতাল( সি,এম,এইচ হসপিটাল)

৩) কুর্মিটোলা জেনারেল হাসপাতাল

৪) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়(পিজি হাসপাতাল)

৫) মুগদা জেনারেল হসপিটাল

৬) স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল

৭) শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল

৮) জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (জাতীয় পঙ্গু হাসপাতাল)

৯ জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট

১০) জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট

১১) জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল

১২) জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল

১৩) জাতীয় নিউরো সাইন্স হাসপাতাল

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৪
আরকেআর/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।