ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

চাঁদপুর নার্সিং ইনস্টিটিউটে মারামারি, আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২৪
চাঁদপুর নার্সিং ইনস্টিটিউটে মারামারি, আহত ১০

চাঁদপুর: চাঁদপুর নার্সিং ইনস্টিটিউটে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জেরে দুপক্ষের হাতাহাতি-মারামারি ঘটনায় কমপক্ষে দশজন আহত হয়েছেন।  

রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

 

এর মধ্যে ২৫০ শয্যা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের ওয়ান স্টপ সার্ভিসে সাত শিক্ষার্থীকে ভর্তি করা হয়।  

এরা হলেন- উজ্জ্বল (২২), সায়মা (২২), মেঘ (২২), আসমা (২১), জেমি (২০), আফরোজা (২৩) ও বৈশাখী (২১)।

নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থীরা জানান, গত ২১ আগস্ট শিক্ষার্থীদের ইনস্টিটিউটের ভেতরগত ১৩ দফা দাবি নিয়ে প্রতিষ্ঠান বরাবর স্মারকলিপি দেওয়া হয়। কিন্তু দাবিগুলো পূরণ না হওয়াকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব শুরু হয়। এনিয়ে রোববার সকাল থেকে দুপক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। পরে তা হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়।  

তবে এ বিষয়ে আহতরা কোনো কথা বলতে চাননি।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার আসিবুল হাসিব বলেন, আমরা নয়জনকে চিকিৎসা দিয়েছি। তবে এ ব্যাপারে কথা বলতে নার্সিং ইনস্টিটিউট গেলে কোনো শিক্ষার্থী কথা বলতে চাননি।  

নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জ জয়নব বেগম বলেন, যে দাবি নিয়ে এ অবস্থার সৃষ্টি হয়েছে, তা নিরসনে আমরা বসেছি। আসা করি সমাধান হয়ে যাবে।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।