ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

রংপুর মেডিকেল কলেজ ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৪
রংপুর মেডিকেল কলেজ ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা

রংপুর: অধ্যক্ষ মাহফুজার রহমানকে অপসারণের দাবিতে আগামী বুধবার (৬ নভেম্বর) রংপুর মেডিকেল কলেজ কমপ্লিট শাটডাউন রাখার ঘোষণা দেওয়া হয়েছে। একই সঙ্গে দুই ঘণ্টা কর্মবিরতি ঘোষণা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র-শিক্ষক ও কর্মচারীরা।


রোববার (০৩ নভেম্বর) দুপুরে বৈষম্যবিরোধীর ব্যানারে এ ঘোষণা দেন আন্দোলন কমিটির সাধারণ সম্পাদক মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক শরিফুল ইসলাম মণ্ডল।  

এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, অধ্যক্ষ মাহফুজার রহমানকে অব্যাহতি দেওয়া না হলে রংপুর মেডিকেল কলেজে  (রমেক) মঙ্গলবার থেকে দুই ঘণ্টা করে ইনডোর ও আউটডোর সেবা বন্ধ থাকবে। বুধবার কমপ্লিট শাটডাউন থাকবে। এসময়ের মধ্যে অধ্যক্ষ অপসারণ না হলে আরও কঠোর কর্মসূচিতে যাওয়া হবে।
গত ৩১ অক্টোবর নতুন অধ্যক্ষ হিসেবে মাহফুজার রহমানকে নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়। সেদিন থেকেই তারা আন্দোলন করছেন।
স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সময় ডা. মাহফুজার রহমান দীর্ঘ পাঁচ বছর ধরে ভাইস প্রিন্সিপাল হিসেবে ছিলেন। এ দায়িত্বে থেকে জুলাই বিপ্লব চলাকালে কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রলীগকে সঙ্গে নিয়ে দমন-পীড়ন করেছেন বলে আন্দোলনকারীদের অভিযোগ।

তাদের অভিযোগ, আন্দোলনে নিহত আবু সাঈদের ময়নাতদন্তের রিপোর্ট বিকৃতির চেষ্টা করেছেন মাহফুজার রহমান।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৪
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।