ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

শীতে বাড়ে টনসিলের ব্যথা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
শীতে বাড়ে টনসিলের ব্যথা সংগৃহীত ছবি।

শীতে টনসিলের সমস্যায় ভোগেন অনেকেই। ঠান্ডা লেগে স্বরতন্ত্রীতে প্রদাহ হলে সেই ব্যথা টনসিল পর্যন্ত গড়ায়।

ঢোক গিলতে ব্যথা, কথা বলতে গেলে গলায় কষ্ট এগুলো টনসিলের ব্যথার খুব সাধারণ লক্ষণ।  

টনসিলের ব্যথা কমাতে চিকিৎসকের ওপর ভরসা করাই বুদ্ধিমানের কাজ। তবে হাতের কাছে সব সময় চিকিৎসক মেলে না। সব সময় চিকিৎসকের কাছে যাওয়ার মতো অবকাশও থাকে না। তাই ঘরোয়া উপায়েও অনেক সময় আস্থা রাখতে হয় বইকি!

প্রতি দিন কিছুটা সময় বার করে ঘরোয়া কয়েকটি উপায়ে যত্ন নিলেই শীতে টনসিলের ব্যথা অনেকটা আরাম দিতে পারে। কোন কোন উপায়ে ভরসা করলে টনসিলের সমস্যা কমতে পারে?

* লবণ-পানি

হালকা গরম পানিতে লবণ মিশিয়ে ভেপার নিলে এই সমস্যা অনেকটা দূর হয়। ভেপার নেওয়ার সময় পাখার হাওয়া থেকে দূরে থাকুন।

* হলুদ মেশানো দুধ

এক কাপ গরম দুধে অল্প হলুদ মিশিয়ে নিন। হলুদের অ্যান্টিইনফ্ল্যামেটরি উপাদান রোগের সঙ্গে লড়তে সাহায্য করে।

* লেবু-মধু

এক গ্লাস উষ্ণ পানিতে একটি পাতিলেবুর রস, এক চা চামচ মধু ও অল্প লবণ মিশিয়ে নিন। এই মিশ্রণ দিনে তিন-চার বার খেতে থাকুন। গলাব্যথা বা টনসিলের কষ্ট কমবে অনেকটাই।

* গ্রিন টি ও মধু

এক কাপ পানিতে আধ চা চামচ গ্রিন টি ও এক চা চামচ মধু মিশিয়ে মিনিট দশেক ফুটিয়ে নিন। দিনে তিন-চার এই চা খান। গ্রিন টির অ্যান্টিঅক্সিড্যান্ট শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। জীবাণুর সঙ্গে লড়তেও সাহায্য করে। মধুর অ্যান্টিব্যাকটিরিয়াল উপাদান যেকোনো প্রদাহ ও সংক্রমণে আরাম দেয়।

এই প্রতিবেদন শুধুমাত্র সাধারণ তথ্যের জন্য, এটি কোনো ওষুধ অথবা চিকিৎসার অঙ্গ নয়, আরও বিস্তারিত জানতে বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করে নিন।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।