ঢাকা, সোমবার, ১৬ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

স্বাস্থ্য

কুড়িগ্রামে নারী স্বাস্থ্য মেলা শুরু

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১২
কুড়িগ্রামে নারী স্বাস্থ্য মেলা শুরু

কুড়িগ্রাম: “এসো গড়ি নারী বান্ধব হাসপাতাল‌” এ স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রাম সদর হাসপাতালে শুরু হয়েছে ২ দিনব্যাপী নারী স্বাস্থ্য মেলা।

শনিবার সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য মো. জাফর আলী আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করেন।



 ৯ ডিসেম্বর রোববার এ মেলা শেষ হবে।

সিভিল সার্জন ডা. লোকমান হাকিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ডা. অজয় কুমার রায়, ডা. নজরুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি সফি খান, এএফএডির পরিচালক সাইদা ইয়াসমিন প্রমুখ।

সরকারের বিভিন্ন সংস্থা এবং স্থানীয় এনজিও হাসপাতাল চত্বরে ১৫টি স্টলের মাধ্যমে নারীদের স্বাস্থ্য সেবার ওপর বিভিন্ন বিষয় উপস্থাপন করছেন।
 
এছাড়াও মেলায় নারীদের স্বাস্থ্য সেবা সম্পর্কিত বিভিন্ন ডকুমেন্টারি ফিল্ম শো প্রদর্শনী চলছে।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, ডিসেম্বর ০৮,  ২০১২
সম্পাদনা: রাফিয়া আরজু শিউলী, নিউজরুম এডিটর
eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।