ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

স্বাস্থ্য সপ্তাহ পালন করলো রবি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১২
স্বাস্থ্য সপ্তাহ পালন করলো রবি

ঢাকা: নিজস্ব কর্মকর্তা-কর্মচারীদের জন্য সম্প্রতি সপ্তাহব্যাপী স্বাস্থ্যসেবা সপ্তাহের আয়োজন করে মোবাইল অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। স্বাস্থ্য সপ্তাহ আয়োজনে রবিকে সহযোগিতা করেছে আয়েশা মেমোরিয়াল স্পেশালাইজড হসপিটাল (প্রা.) লি.।



সপ্তাহব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন রবির চিফ হিউম্যান রিসোর্স অফিসার মতিউল ইসলাম নওশাদ।

কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, ‘‘রবিতে আমরা আমাদের কর্মকর্তা-কর্মচারীদের সুস্বাস্থ্যে বিশ্বাস করি। এ কারণেই আমরা এ উদ্যোগ গ্রহণ নিয়েছি এবং শারিরীক অসুবিধাগুলো চিহ্নিত করার লক্ষ্যে বিশেষ নজর দিয়েছি। ’’

রবির অভ্যন্তরীণ মেডিসিন বিশেষজ্ঞ ও কার্ডিওলজিস্ট ড. এম এ হাসানাত, গ্যাসট্রোএনটেরোনলিজস্ট ও হেপাটোলজিস্ট ড. আর এন মজুমদার,  অর্থোপেডিক ও ট্রমা স্পেশালিস্ট প্রফেসর(অব.) ড. মেজর আব্দুল মান্নান, ডায়েটিশিয়ান মাহজাবিন নাহিদ এবং ইএনটি স্পেশালিস্ট অ্যান্ড হেড নেক সার্জন ড. মো: নাসিমুল জামালের সমন্বয়ে একটি বিশেষজ্ঞ চিকিৎসকদের প্যানেল পুরো সপ্তাহ জুড়ে এ সেবা প্রদান করেন।  

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১২
আইএইচ/ সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর- eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।