ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

‘ডাক্তার উপাধি চাইনি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৩

ঢাকা: আমরা ডেন্টাল টেকনোলজিস্টরা কখনোই ডাক্তার উপাধি চাইনি। আমরা চাই, আমাদের যা পড়ানো হচ্ছে তা করতে দেওয়ার স্বীকৃতি।



এ কথাগুলো বাংলানিউজকে বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিএসসি ইন হেলথ টেকনোলজি (ডেন্টাল) কোর্সের তৃতীয় বর্ষের ছাত্র মুহাম্মদ মইন উদ্দিন।

বিএসসি ইন হেলথ টেকনোলজি(ডেন্টাল) কোর্সটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এবং ৪ বছর মেয়াদী (এক বছর ইন্টার্নিশিপসহ)।

মইন উদ্দিন বলেন, ‘‘আমাদের কোর্সের নাম এবং সিলেবাসে যা পড়ানো হচ্ছে সেটার কোনো মিল নেই। আর এ বিষয়টি খতিয়ে দেখার জন্য স্বাস্থ্য অধিদফতরের ৯ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।   ওই কমিটি পর্যালোচনা  করে একটি সিদ্ধান্তে উপনীত হন  যে, আমাদের দাবিগুলো যৌক্তিক। কমিটি এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য ৩০ জানুয়ারি নির্দেশনা  প্রদান করেন, যা পরবর্তীতে চাপের মুখে ২ ফেব্রুয়ারি প্রত্যাহার করা হয়। ’’

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৩
সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর- eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।