ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

স্বাস্থ্য

উল্লাপাড়ায় কৃমিনাশক ট্যাবলেট খেয়ে ৪২ শিক্ষার্থী অসুস্থ

সিরাজগঞ্জ প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৩

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কানসোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ৪২ শিক্ষার্থী কৃমিনাশক ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েছে।

এদের মধ্যে অসুস্থ নয় শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।



এরা হলো-কাশিনাথপুর গ্রামের বিলকিছ (৯), রফিকুল (৯), রাবিয়া (৯), রুপালী (১০), নোমান (৯), শেখপাড়া গ্রামের মীম (৯), হিমেল (১০), রিয়া (৯) ও চরপাড়া গ্রামের স্বপন (১১)। বাকি অসুস্থদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

অসুস্থ শিশুদের পরিবার সূত্রে জানা যায়, উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে রোববার সকালে কানসোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ৪২ জন শিক্ষার্থীকে কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানো হয়।

লুসোমেডিকামেন্ট সোসিডেড়ি টেকনিকা ফার্মাসিউটিক্যালস বেলজিয়াম এর তৈরি ভারমক্স মেবেনডাজল ৫শ’ মি.লি. গ্রামের ১৫০ পিসের ওই কৌটার কৃমিনাশক ট্যাবলেট খাওয়ার কিছুক্ষণ পরই কয়েজন শিক্ষার্থী মাথা ঝিমঝিম করে ক্লাস রুমে পড়ে যায়। আতঙ্কিত হয়ে মুহূর্তেই অন্যান্য শিক্ষার্থীরাও অসুস্থতা অনুভব করে।

অসুস্থতার খবর পেয়ে অভিভাবকেরা স্কুলে এসে জড় হতে থাকে। এসময় স্কুলের শিক্ষকরা বিষয়টি দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসকদের জানালে তারা অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়িতে করে তাৎক্ষণিক অসুস্থ নয় শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকুমার রায় বাংলানিউজকে জানান, সকালে খালি পেটে ওই ট্যাবলেট খাওয়ার কারনেই শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছে। এতে আতঙ্কিত হওয়ার কারণ নেই। হাসপাতালে ভর্তি সব শিক্ষার্থী বর্তমানে সুস্থ আছে।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৩
সম্পাদনা: রাফিয়া আরজু শিউলী, নিউজরুম এডিটর eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।