ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

রোববার বিনামূল্যে চিকিৎসা দেবে ড্যাব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৩
রোববার বিনামূল্যে চিকিৎসা দেবে ড্যাব

ঢাকা: বিএনপির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার নয়াপল্টনে বিনামূল্যে চিকিৎসা সেবা দেবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)

এ সেবা কার্যক্রম একটানা ছয় ঘণ্টা পাওয়া যাবে।

শনিবার বিএনপির সহদফতর সম্পাদক আসাদুল করিম শাহীনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



বিজ্ঞপ্তিতে বলা হয়, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এ কার্যক্রমের আয়োজন করছে। এর উদ্বোধন করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত কার্যক্রম চালু থাকবে বলে এতে উল্লেখ করা হয়।

এতে বলা হয়, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৩
এসকেএস/এএইচএস/এবি/আরকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।