ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

স্বাস্থ্যঝুঁকির বিটিবেগুনকে ‘না’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৩

ঢাকা: স্বাস্থ্য ও পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ বিটিবেগুন ছাড়ের প্রক্রিয়া বন্ধের দাবি জানিয়েছে জিএমওবিরোধী গণ মোর্চা। বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে গণমোর্চা আয়োজিত সংবাদ সম্বেলনে তারা এই দাবি জানান।



সংগঠনের সভাপতি ড. এম. এ. সোবহান বলেন, বেগুন বাংলাদেশের একেবারে সাধারণ মানুষের খাদ্য এবং পুষ্টির উৎস। অন্যদিকে বিটি বেগুন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

এই বেগুনে পোকা বেশি আক্রমণ করে এবং এর ফলন কম হয়। সুতরাং বাংলাদেশে দেশীয় বেগুন থাকতে স্বাস্থ্যঝুঁকির বিটি বেগুনের কোনো দরকার নেই।

তিনি আরো বলেন, ফিলিপাইন ও ভারত এই বেগুন ছাড়ের প্রক্রিয়া বন্ধ করেছে। আমাদেরও উচিত তাদের অনুসরণ করা।

সম্মেলনে বক্তারা দাবি করেন, বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্রের (বারি) বিটি বেগুনের গবেষণা প্রতিবেদন অবিলম্বে জনসম্মুখে হাজির করা হোক যাতে গবেষণার মান ও ফলাফল সম্পর্কে নিরপেক্ষ পর্যালোচনা করা সম্ভব হয়।

এছাড়া বিটি বেগুনের স্বাস্থ্য ও পরিবেশ ঝুঁকির বিষয়ে অন্য দুটি দেশের স্বাধীন, স্বাস্থ্য ও পরিবেশ বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করা হোক।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য আমিনুর রসুল, সীমা দাস সীমু, জাহাঙ্গীর আলম জনি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৩
এফআইএস/এটিআর/টিকে, এসএস/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।