ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

মাদকের ‍উৎপাদন ও আমদানি বন্ধ করতে হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৩

ঢাকা: বাংলাদেশকে মাদকমুক্ত করতে হলে দেশের মধ্যে উৎপাদন, সরবরাহ, বিপনণ ও দেশের বাইরে থেকে মাদক আমদানি বন্ধ করার পরামর্শ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘মাদকমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার: প্রয়োজন ও কর্মপদ্ধতি’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এ পরামর্শ দেন।



বৈঠকে বাংলাদেশ খেলাফত মজলিস মহাসচিব ড: আহমদ আবদুল কাদের বলেন, দেশে মাদকের সার্বিক উৎপাদন ও বিপনণ বন্ধ করতে সরকারি ও বেসরকারি পর্যায়ে উদ্যোগ নিতে হবে। পাশাপাশি ধর্মীয় প্রচারণা ও গণমাধ্যমে এগিয়ে আসতে হবে। ’

তিনি বলেন,‘ শুধু যুব সমাজ নয় বৃদ্ধ থেকে শুরু করে শিশু পর্যন্ত আজ মাদকের ধ্বংসের পথে। এমনকি মহিলারাও রক্ষা পাচ্ছে না।

সীমান্তে অকাতরে মাদক ঢুকলেও সরকার কোন পদক্ষেপ নিচ্ছে না। আর মাদক ব্যবসায়ীদের প্রধান লক্ষ থাকে তরুণ সমাজ। তারা এগুলো বিপনণ  করছে নানা আকর্ষনীয় পন্থায়। ’

শায়খুল হাদিস মাওলানা আজিমুদ্দীন বলেন, ‘ শুধু মদ গাঁজা মাদক নয়। বাজারে বিভিন্ন কোম্পানি পানীয় নামে অতিরিক্ত মাত্রায় অ্যালকোহল বিক্রি করছে। এসব মাদকে অতিরিক্ত অ্যালকোহেলের কারণে যুব সমাজ আজ ধ্বংস।

গাঁজা সবচেয়ে বেশি খাচ্ছে মানুষ। এই গাঁজার কথা লেখকরা বেশি পরিচিত করছে, কেননা তারা নিজেরাই গাঁজা খাচ্ছে। তাই তাদের লেখার মধ্যে এসব বিষয় আসছে বেশি করে। ’

লেখক ও কলামিস্ট মুহাদ্দিস মুফতি জহির ইবনে মুসলিম বলেন, মাদক বন্ধে আইন প্রয়োগকারী সংস্থাকে সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। শুধু ক্যাম্পেইন নয় ধর্মীয়ভাবে সব আলেমদের সচেতন হতে হবে এবং ধর্মীয় প্রচারণার সঙ্গে মাদকের ক্ষতিকর দিকগুলোও প্রচার করতে হবে। ’

 বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৩
আরইউ/এফআইএস/কেএইচ/আরআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।