ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

প্রাইভেট হাসপাতাল

২৫ শতাংশ রোগীকে ফ্রি চিকিৎসা দিতে উকিল নোটিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৪
২৫ শতাংশ রোগীকে ফ্রি চিকিৎসা দিতে উকিল নোটিশ

ঢাকা: প্রাইভেট হাসপাতালে ২৫ শতাংশ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়ার ব্যবস্থা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

রোববার সকালে রেজিস্ট্রি ডাকযোগে নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী জে আর খান রবিন।



নোটিশ গ্রহণের সাতদিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের সচিবকে অনুরোধ করা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে নোটিশে।

নোটিশে আরো বলা হয়, অননুমোদিত প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টার বন্ধ, সরকারি হাসপাতালে অচল যন্ত্রপাতি সচল এবং রোগীদের ওপর চিকিৎসক প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এবং ডায়গনস্টিক সেন্টারের মালিকদের হয়রানি বন্ধ করতে হবে।

বাংলাদেশ সময়:১২৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।