ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ফাতেমা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৬ ঘণ্টা, মার্চ ৫, ২০১৪
ফাতেমা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

ঢাকা: পুরান ঢাকার হুমায়ুন রোডের ফাতেমা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। নিম্নমানের কারণে মঙ্গলবার রাতে স্বাস্থ্য বিভাগের এক প্রতিনিধি অভিযান চালিয়ে ডায়াগনস্টিক সেন্টারটি বন্ধ করে দেয়।



মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা পরীক্ষিৎ চৌধুরী মঙ্গলবার রাতে বাংলানিউজকে এ তথ্য জানান।

এর আগে দুপুরে সংসদে ভুয়া ডায়াগনস্টিক সেন্টার খুঁজে বের করে সরকার ব্যবস্থা নিতে শুরু করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম। মঙ্গলবার থেকেই কয়েকটি দল রাজধানীতে কাজ শুরু করেছে বলেও তিনি জানান।

পয়েন্ট অব অর্ডারে বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম স্বাস্থ্য খাতে নানা অনিয়মের কথা তুলে ধরেন। এর জবাবে মো. নাসিম বলেন, ‘অস্বাস্থ্যকর পরিবেশে ভুঁইফোড় ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠেছে। সেবার নামে প্রতিষ্ঠানগুলো নির্যাতন করছে। এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে দল আজকে থেকেই কাজ শুরু করেছে।

বাংলাদেশ সময়: ০১৩৩ ঘন্টা, মার্চ ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।