ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ল্যাবএইড ফার্মার যাত্রা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৪
ল্যাবএইড ফার্মার যাত্রা শুরু

ঢাকা: যাত্রা শুরু করল ল্যাবএইড ফার্মাসিউটিক্যালস লিমিটেড। দেশের ওষুধশিল্পে হলো নতুন আরেকটি সংযোজন।

মহান স্বাধীনতা দিবসে বুধবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরুর ঘোষণা দেওয়া হয়।

বিভিন্ন রোগ নিরাময়ে আপাতত এ কোম্পানির ১৯টি গ্রুপের ওষুধ বাজারে পাওয়া যাবে বলে জানান ল্যাবএইড ফার্মার ব্যবস্থাপনা পরিচালক ডা. এ এম শামীম।

জাতীয় অধ্যাপক ডা. শায়লা খাতুনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. দ্বীন মো. নূরুল হক, ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল জাহাঙ্গীর হোসেন মল্লিক।

বাংলাদেশ সময় ১১০৯ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।