ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

তামাক কোম্পানির প্রচারণায় আয়েশা মেমোরিয়াল হাসপাতাল

মাজেদুল নয়ন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৪
তামাক কোম্পানির প্রচারণায় আয়েশা মেমোরিয়াল হাসপাতাল ছবি : ওয়েবসাইট থেকে

ঢাকা: তামাক কোম্পানির প্রচারণা চালাচ্ছে আয়েশা মেমোরিয়াল স্পেশালাইজড হাসপাতাল। বেসরকারি এই হাসপাতালটির ওয়েবসাইটে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি বাংলাদেশের (বিএটিবি) প্রচারণা।

চিকিৎসা সেবা দেওয়া প্রতিষ্ঠানে তামাক কোম্পানির এমন প্রচারণা হতবাক করেছে স্বাস্থ্য সংশ্লিষ্টদের।

ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যাবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন ২০১৩ এর ৫ নং অনুচ্ছেদ অনুযায়ী, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তামাকের ব্যবহার বৃদ্ধির উদ্দেশ্যে যে কোন ধরনের বাণিজ্যিক কর্মকাণ্ড নিষিদ্ধ। এমনকি কর্পোরেট সোস্যাল রেসপন্সিবিলিটির (সামাজিক দায়বদ্ধতা) ক্ষেত্রেও তামাকজাত কোম্পানির লোগো, সাইন বা প্রতীক ব্যাবহারে নিষেধাজ্ঞা রয়েছে।

এছাড়াও আইনের ৫ এর ঘ ধারায় স্পষ্ট করে বলা রয়েছে, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়া ছাড়াও কোন ওয়েবসাইটে তামাক কোম্পানির প্রচারণা করা যাবে না।   

আইনের ফাঁক গলে বিভিন্নভাবে তামাক কোম্পানিগুলো নিজেদের প্রচারণা চালিয়ে আসছে। লোগো ব্যবহারে নিষেধাজ্ঞা থাকায় বিভিন্ন কৌশলে এ ধরনের প্রচারণা চালিয়ে থাকে তারা।

রাজধানীর মহাখালীতে আয়েশা মেমোরিয়াল স্পেশালাইজড হাসপাতাল তাদের ওয়েবসাইটে প্রচার করছে বিএটিবি’র লোগো।

বিশ্ব স্বাস্থ্য সংস্থ্যার হিসেব অনুযায়ী, দেশে প্রতি বছর ৫৭ হাজার লোকের মৃত্যু ঘটে ধূমপানের কারণে। এছাড়াও ধূমপানের কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্যে জনগণকে যে পরিমান অর্থ খরচ করতে হয়, তা তামাক কোম্পানিগুলোর দেয়া রাজস্বের কয়েক গুণ।

আয়েশা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা সেবা নিতে ইচ্ছুক একজন রোগী বাংলানিউজকে বলেন, কিডনি রোগ, হৃদরোগসহ বিভিন্ন চিকিৎসা সেবা দিয়ে থাকে হাসপাতালটি। এ সম্পর্কে তথ্য নিতে হাসপাতালের ওয়েবসাইটে প্রবেশ করলে তামাক কোম্পানি বিএটিবি’র প্রচারণা নজরে আসে।

http://www.ayshamemorialhospital.com ওয়েবসাইটটিতে দেখা যায়, বিভিন্ন কর্পোরেট আর্থিক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন শোভা পাচ্ছে। ব্যাংক, ওষুধ কোম্পানি, কেমিক্যাল কোম্পানির সঙ্গে রয়েছে তামাক কোম্পানি ব্রিটিশ অ্যামেরিকান টোবাকোর বিজ্ঞাপন।

বিষয়টিতে দৃষ্টি আকর্ষণ করলে, হাসপাতালের হেড অব মার্কেটিং শাহেদ বাংলানিউজকে জানান, বিএটিবি আমাদের কর্পোরেট ক্লায়েন্ট। এ কারণে তাদের লোগো হাসপাতালের ওয়েবসাইটে ব্যবহার করা হয়েছে।

তামাক কোম্পানির লোগো ব্যবহারে আইনি বাধ্য-বাধকতার ব্যাপারে তিনি অবহিত নন বলে জানান শাহেদ।

হাসপাতালের ওয়েবসাইটে তামাক কোম্পানির লোগো ব্যাবহারের ঘটনায় নিন্দা জানিয়েছে তামাক নিয়ন্ত্রণে কাজ করা বেসরকারি সংস্থা প্রজ্ঞা। সংস্থার পক্ষ থেকে বলা হয়, এটি শুধু আইনের অবমাননা নয়, অনৈতিকও বটে। যেখানে মানুষ চিকিৎসা নিতে যায়, সেই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিএটিবির প্রচারণা মেনে নেয়া যায় না।

হাসপাতালের ওয়েবসাইটে বিএটিবি’র লোগো প্রকাশকে দুঃখজনক বলে অভিহিত করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থ্যার টেকনিক্যাল অফিসার মাহফুজুল হকও।


বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা,  এপ্রিল ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।