ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

পোলিওমুক্ত সনদ পেল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক অ্যাফেয়ার্স এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, মে ৪, ২০১৪
পোলিওমুক্ত সনদ পেল বাংলাদেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পোলিওমুক্ত দেশ হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সনদ পেয়েছে বাংলাদেশ। গত শনিবার ভারতের মুম্বাইয়ে রাজভবনে আনুষ্ঠানিকভাবে এ সনদ দেওয়া হয়।

মহারাষ্ট্র রাজ্যের গভর্নর এম কে শঙ্করনারায়ণের কাছ থেকে ওই সনদ গ্রহণ করেন মুম্বাইয়ে বাংলাদেশের উপহাইকমিশনার সামিয়া নাজ।

পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার জানায়, মহারাষ্ট্র সরকার, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আদিত্য বিরলা গ্রুপ ও রোটারি ইন্টারন্যাশনাল যৌথভাবে ওই অনুষ্ঠান আয়োজন করে।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, মে ৪, ২০১৪


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।