ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

খুলনায় দরিদ্রদের স্বাস্থ্যসেবা উন্নয়ন ব্র্যাকেরও অবদান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৪
খুলনায় দরিদ্রদের স্বাস্থ্যসেবা উন্নয়ন ব্র্যাকেরও অবদান ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: স্বাস্থ্য বিভাগ, সমাজ সেবা, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পাশাপাশি খুলনায় অতিদরিদ্রদের স্বাস্থ্য সেবা উন্নয়নে ব্র্যাকের অবদান রাখছে বরে মন্তব্য করেছেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মামুন পারভেজ।

রোববার দুপুরে নগরীর স্কুল হেলথ ক্লিনিকে 'স্বাস্থ্য বিভাগের প্রদেয় সেবাসমূহে অতিদরিদ্রদের বিশেষ গুরুত্ব প্রদান' শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মামুন পারভেজ এসব কথা বলেন।



তিনি বলেন, সরকার কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে দেশের প্রান্তিক মানুষের দারপ্রান্তে চিকিৎসা সেবা পৌঁছে দিয়েছে। জাতিসংঘের মহাসচিব বাম কি মুন বাংলাদেশে সফরে এসে এ সেবার প্রশংসা করেছেন।

তিনি বলেন, সবাই মিলে সম্মিলিত উদ্যোগের মাধ্যমে কাজ করলে অতিদরিদ্র জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, স্বাস্থ্যসেবা ও সামাজিক সেবা প্রদানের মাধ্যমে তাদের মানসিক, অর্থনৈতিক এবং সামাজিক অবস্থার উন্নতি করা সম্ভব।  

স্বাস্থ্য পরিচালক অতিদরিদ্রদের স্বাস্থ্যসেবা উন্নয়নে সরকারের পাশাপশি ব্র্যাকসহ সব এনজিওদের আন্তরিকভাবে কাজ করার আহবান জানান।

অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেইঞ্জ, ব্র্যাক খুলনা জেলা এ মতবিনিময় সভার আয়োজন করে।

খুলনা সিভিল সার্জন ডা. মো. ইয়াসিন আলী সরদারের সভপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য উপ পরিচালক ডা. গৌর প্রিয় মজুমদার ও খুলনা ডেপুটি সিভিল সার্জন ডা. মো. ইসহাক আলী।

এতে বক্তব্য রাখেন ব্র্যাক প্রধান কার্যালয়ের অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেইঞ্জের সিনিয়র ম্যানেজার মো. আলী হোসেন, খুলনা জেলা ব্র্যাক প্রতিনিধি মো. আলমাছুর রহমান, ব্র্যাক অতিদরিদ্র কর্মসূচির খুলনা আঞ্চলিক ব্যবস্থাপক মো. আনোয়ার হোসেন, অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেইঞ্জের সোশ্যাল কমিউনিকেটর শেখ মনিরুল হক।  

এছাড়া উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন জিও, এনজিও, সুশীল সমাজ, সাংবাদিকসহ ২৩জন অংশগ্রহণকারী।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।