ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

নিয়োগপ্রাপ্ত চিকি‍ৎসকদের নিজ নিজ উপজেলায় পদায়ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৪
নিয়োগপ্রাপ্ত চিকি‍ৎসকদের নিজ নিজ উপজেলায় পদায়ন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

ঢাকা: ৩৩তম বিসিএসের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত চিকি‍ৎসকদের নিজ নিজ উপজেলায় পদায়ন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
 
মঙ্গলবার বিকেলে রাজধানীর তেজগাঁওরেয় নাক কান গলা ইনস্টিটিউটের অপারেশন থিয়েটার কমপ্লেক্স উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।



মন্ত্রী বলেন,  শুধু নিজ উপজেলা নয় চিকিৎসকদের স্বামী বা স্ত্রীকেও একই উপজেলায় পদায়ন করা হবে।

অনুষ্ঠানে বক্তৃতাকালে ন নির্মিত ইনস্টিটিউটের জরুরি বিভাগ চালু ও এই কমপ্লেক্সের সামনে যেন অবৈধ স্থাপনা গড়ে না ওঠে সংশ্লিষ্টদের সেদিকে নজর রাখার নির্দেশ দেন তিনি।

ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাক্তার জাহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ডাক্তার প্রাণ গোপাল দত্ত এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিশনের প্রাক্তন মহাসচিব অধ্যাপক ডাক্তার শরফদ্দিন আহমেদ।

৩৩তম বিসিএসের মাধ্যমে ৬ হাজার চিকি‍ৎসক নিয়োগ দিয়েছে সরকার। আগামী ৭ আগস্ট তাদের কর্মস্থলে পদায়ন করা হবে।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।