ঢাকা, শনিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

মাগুরায় যক্ষ্মা নিয়ন্ত্রণে সাংবাদিকদের সঙ্গে গোলটেবিল বৈঠক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, জুলাই ২১, ২০১৪
মাগুরায় যক্ষ্মা নিয়ন্ত্রণে সাংবাদিকদের সঙ্গে গোলটেবিল বৈঠক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: যক্ষ্মার ভয়াবহতা এইডসের চেয়েও মারাত্মক আকার ধারণ করতে পারে। বিনামূল্যে যক্ষ্মা পরীক্ষা, ওষুধ বিতরণসহ নানা সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও শুধুমাত্র নিয়মিত ওষুধ গ্রহণ না করায় ওষুধ প্রতিরোধী যক্ষ্মা মারণব্যাধীতে রূপ নিতে পারে।



এক্ষেত্রে জনগণকে সচেতন করতে সঠিক তথ্য প্রচারের মাধ্যমে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

সোমবার দুপুরে মাগুরা প্রেসক্লাবে আয়োজিত ‘‘যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রম: অগ্রগতি ও চ্যালেঞ্জ’’ শিরোনামে সাংবাদিকদের সঙ্গে গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন বিশেষজ্ঞরা।

মাগুরার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোক্তাদুর রহমানের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি ছিলেন-মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম তারেক।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-ডা. আব্দুল্লাহেল কাফি, ডা. জয়ন্ত কুমার কুন্ডু, পরিবার পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক আমিনুল ইসলাম, ব্র্যাক অ্যাডভোকেসি প্রোগ্রামের খুলনা ও বরিশাল অঞ্চলের প্রধান মধুসুধন দে, জেলা ব্র্যাক প্রতিনিধি রোকেয়া বেগম প্রমুখ।

মাগুরা প্রেসক্লাব, জেলা স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাকের যৌথ আয়োজনে এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত করা হয়।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, জুলাই ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।