ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

সব চেয়ে কম খরচে এমবিবিএস কোর্স চীনে

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৪
সব চেয়ে কম খরচে এমবিবিএস কোর্স চীনে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাতীয় প্রেসক্লাব থেকে: বিশ্বের অন্যান্য দেশের তুলনায় চীনে সব থেকে কম খরচে এমবিবিএস কোর্স করার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন অবজার্ভ ওয়ার্ল্ড ওয়াইড এডুকেশন’র সিইও আমিনুর রহমান।
 
শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘স্টাডি ট্যুর ইন অ্যাবরোড সেমিনার অ্যান্ড স্পট অ্যাডমিশন’-এ একথা জানান তিনি।


 
আমিনুর রহমান জানান, চীনে এমবিবিএস কোর্স করতে বছরে খরচ হয় সাড়ে তিন লাখ টাকা। যা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক কম। কোর্স শেষ করতে লাগবে ১৮ থেকে ৩০ লাখ টাকা। ইঞ্জিনিয়ারিং কোর্স গুলোও সহজেই করা যাবে।

তিনি জানান, এখনই যারা ভর্তি হওয়ার জন্য আসন নিশ্চিত করবেন, তারা আগামী ৩০ অক্টোবরের মধ্যেই চীনে চলে যেতে পারবেন। অবজার্ভ ওয়ার্ল্ড ওয়াইড এডুকেশন’র মাধ্যমে এ পর্যন্ত ৭২ জন ছাত্র-ছাত্রী চীনে ভর্তি হয়েছেন।

তিনি আরও জানান, চীনে বাংলাদেশি ছাত্ররা সুনামের সাথেই লেখাপড়া করছেন। কোর্স শেষে ভালো কাজেরও ব্যবস্থা হচ্ছে।
 
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।