ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

সুনামগঞ্জে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৪
সুনামগঞ্জে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সুনামগঞ্জ: সুনামগঞ্জে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে সুনামগঞ্জ শহরের ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সপ্তাহের উদ্বোধন করেন- সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা.বনদীপ লাল দাস।



সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. নিশিত নন্দী মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা.বনদীপ লাল দাস।

জেলার ১১টি উপজেলার ২ হাজার ৭২টি সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসায় ৫/১২ বছর বয়সের সাড়ে চার লাখ শিশুকে এবার কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. ওমর ফারুকের পরিচালনায় সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা বিএমএ’র সাধারণ  সম্পাদক ড. মুকুল রঞ্জন চক্রবর্তী, সুনামগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল হেমিক, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম ও ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নমিতা সরকার প্রমুখ।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট  খাওয়ানো হয়।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।