ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

যশোরে ক্লিনিকে জরিমানা, ওটি সিলগালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৪
যশোরে ক্লিনিকে জরিমানা, ওটি সিলগালা

যশোর: যশোরে রেজিস্ট্রেশন ছাড়া স্বাস্থ্য ব্যবসা পরিচালনার অভিযোগে ছারিহা ক্লিনিক নামে একটি প্রতিষ্ঠান থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সময় ক্লিনিকটির অপারেশন থিয়েটার (ওটি) সিলগালা করা হয়েছে।



রোববার (১৬ নভেম্বর) দুপুরে সদর উপজেলার খাজুরা বাজারে যশোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল মালেক এ অভিযান পরিচালনা করেন।

এ সময় ভোক্তা অধিকারের জেলা প্রতিনিধি শফিকুল ইসলামসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের পেশকার বদিউজ্জামান বাংলানিউজকে বলেন, রেজিস্ট্রেশন ছাড়া ক্লিনিক পরিচালনার অভিযোগে এ অভিযান চালানো হয়। এ সময় ভোক্তা অধিকারের ৫২ ও ৫৩ ধারায় ২০ হাজার টাকা জরিমানা এবং অপারেশন থিয়েটার (ওটি) সিলগালা করা হয়।

কিন্তু তাৎক্ষণিক জরিমানা পরিশোধ করতে না পারায় ক্লিনিকটির ম্যানেজার প্রতাপ কান্তি সেনকে আটক করে পুলিশ। পরে বিকেলে জরিমানা পরিশোধ করলে তাকে ছেড়ে দেওয়া হয়। তবে রেজিস্ট্রেশন না করা পর্যন্ত ওই ক্লিনিক সম্পূর্ণ বন্ধ থাকবে।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।