ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

কুড়িগ্রামে স্বাস্থ্য সহকারীদের সংবাদ সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, মার্চ ১১, ২০১৬
কুড়িগ্রামে স্বাস্থ্য সহকারীদের সংবাদ সম্মেলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুড়িগ্রাম: স্বাস্থ্য সহকারীদের পদ আপ-গ্রেডেশনের মাধ্যমে বেতন বৈষম্য দূরীকরণ ও ইনসার্ভিস ডিপ্লোমার কোর্স চালুর দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন করেছেন স্বাস্থ্য সহকারীরা।

শুক্রবার (১১ মার্চ) সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবে বাংলাদেশ হেলথ অ্যাসিসট্যান্ট অ্যাসোসিয়েশন জেলা শাখার নেতৃবৃন্দ এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।



এতে বক্তব্য রাখেন-সংগঠনের সভাপতি শফিউর রহমান, সহ-সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ১৯৯৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্য সহকারীদের পদ আপ-গ্রেডেশন ও টেকনিক্যাল মর্যাদা প্রদানের ঘোষণা দিলেও তা এখনো বাস্তবায়িত হয়নি।

অবিলম্বে পদ আপ-গ্রেডেশনের মাধ্যমে বেতন বৈষম্য দূর ও ইন-সার্ভিস ডিপ্লোমা কোর্স চালু করার দাবি জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, মার্চ ১১, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Veet