ঢাকা: স্কুলে বাচ্চার টিফিন দেওয়া নিয়ে বাবা-মায়ের ভোগান্তির শেষ নেই। কোন খাবারটা পেলে সন্তান টিফিনবাটি সাবাড় করবে সেটা ভাবতে হয় রোজ।
চমৎকার এসব আইডিয়াতে রয়েছে বেশ কয়েকটি ডিজনি থিমও। দেখে নেবো একবার-
নিমো লাঞ্চ
ড্রাই ম্যাঙ্গো দিয়ে বানানো হয়েছে নিমো। টকদই ও কিশমিশ দিয়ে চোখ। নীল জেলো দিয়ে তৈরি করা হয়েছে সমুদ্র। পাশের কচ্ছপটি তৈরি শিম আর ব্রোকোলি দিয়ে।
ইনসাইড আউট লাঞ্চ
আনন্দ যদি হয় স্যান্ডুইচ তবে! ময়দার ডো দিয়ে বানানো স্যান্ডুইচটি হচ্ছে আনন্দ, ফলগুলো হচ্ছে আবেগের রঙ। আর ফলের বল আকৃতির মানে হচ্ছে স্মৃতি।
জোটোপিয়া লাঞ্চ
এখানে অফিসার জুডি হচ্ছে স্যান্ডুইচ। ব্রেড, চিজ আর জ্যামে ভর্তি! আর নিক ওয়াইল্ড হচ্ছে সুইট পেপার, চিজ আর ডো দিয়ে তৈরি।
নাইটমেয়ার বিফর ক্রিসমাস!
ভাত, নোরি (ভোজ্য শৈবাল), ব্ল্যাক রাইস, চিজ আর ড্রাই ম্যাঙ্গো দিয়ে তৈরি।
টিংকার বেল লাঞ্চ
টিংকার বেল চিজ, ব্রেড ও সবুজ শাক দিয়ে বানানো। টিংক লেখা হয়েছে আপেল আর আপেল সস দিয়ে।
তথ্যসূত্র: ইন্টারনেট।
বাংলাদেশ সময়: ০১১০ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৬
এসএমএন/এসএস