ঢাকা: উচ্চ রক্তচাপ রোগ সম্পর্কে আলোচনা ও আপনার ডাক্তারের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার (০২ এপ্রিল) এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মো. তৌহিদুর রহমান ফারুক।
তিনি জানান, উচ্চ রক্তচাপ একটি দীর্ঘমেয়াদী রোগ। স্বল্প মেয়াদে উচ্চ রক্তচাপ অনেকাংশে কোনো লক্ষণ বা শারীরিক সমস্যা না করলেও দীর্ঘ মেয়াদে এ রোগ হার্ট অ্যাটাক, পক্ষাঘাত (স্ট্রোক), কিডনি রোগসহ অনেক জটিল রোগের জন্ম দিতে পারে।
উচ্চ রক্তচাপের সকল জটিল পরিণতি থেকে মুক্ত থেকে সুস্থ জীবনযাপনের লক্ষ্যে বিভিন্ন পরামর্শ দেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. তৌহিদ। এর জন্য প্রয়োজন সঠিক তথ্য ও পর্যাপ্ত সচেতনতা বলে উল্লেখ করে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
প্রচুর সংখ্যক উচ্চ রক্তচাপের রোগী ও অন্যরা এ মতবিনিময় সভায় অংশ নেন। তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ডা. তৌহিদ।
বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৬
এএসআর/