সকালটা কোনও সার্জারির জন্য সবচেয়ে সেরা সময়। আমেরিকার একটি গবেষণা দেখিয়েছে সকাল ৯টা থেকে দুপুরের মধ্যে করা সার্জারিগুলোর ফল ভালো পাওয়া গেছে।
আর বিকেল ৩টা থেকে ৫টার মধ্যে কোনও অপারেশন করা হলে তার ফল খারাপ হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। গবেষকরা বলেছেন এই সময়ে সার্জন ও রোগি দুই জনই মানুসিকভাবে প্রস্তুত থাকেন না।
দেহঘড়ি চলুক সময় মেনে: সকাল ১০ টা