বগুড়া: বগুড়ায় চোখের যত্ম ও অন্ধত্ব প্রতিরোধে সচেতনতামূলক পৃথক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর আয়োজনে ও প্রোভার্টি এলিভিয়েশন কমিটি বাংলাদেশ’র (প্যাক বাংলাদেশ) সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার মো. এনামুল হক জোয়ার্দার।
প্রধান আলোচকের বক্তব্য রাখেন বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম।
বক্তব্য রাখেন মাদলা ইউনিয়নের ইউপি সদস্য ফণি ভূষণ সরকার, প্রাক্তন ডিএসআই মো. আলতাফ হোসেন।
সভায় স্বাস্থ্যকর্মী, ইমাম, পরিবার পরিকল্পনা কর্মী, জন প্রতিনিধি, শিক্ষার্থীসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অপরদিকে শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোতারব হোসেনের সভাপতিত্বে একই বিষয়ে সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, মে ০৪, ২০১৬
এমবিএইচ/জেডএস