ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

কিডনি ক্রয়-বিক্রয় আইন অমান্য করলে ৭ বছরের জেল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, মে ১৯, ২০১৬
কিডনি ক্রয়-বিক্রয় আইন অমান্য করলে ৭ বছরের জেল

জয়পুরহাট: কিডনি ক্রয়-বিক্রয় আইন অমান্য করে তা বিক্রি করলে অথবা বিক্রিতে সহায়তা করলে সর্বোচ্চ ৭ বছর, অনাদায়ে তিন লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে।

বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে জয়পুরহাটের কালাই উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি স্বেচ্ছাসেবি সংস্থা ‘আশা’ আয়োজিত ‘কিডনি বিক্রি প্রতিরোধে গণসচেতনতা বিষয়ক’ এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।

বক্তারা আরো বলেন, কিডনি বিক্রি করলে বড় ধরনের শারীরিক সমস্যা দেখা দিবে, যা মৃত্যু অনিবার্য। তাই কিডনি বিক্রি প্রতিরোধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে।

কর্মশালায় বক্তব্য রাখেন, সাবেক মন্ত্রীপরিষদ সচিব এম আব্দুল আজিজ, জেলা প্রশাসক আব্দুর রহিম, সিভিল সার্জন ডা. জসিম উদ্দীন হাওলাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাদল চন্দ্র হালদার ও কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম।

কর্মশালায় সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী, কিডনি দাতাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, মে ১৯, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।