বগুড়া: বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৬ জুলাই) বেলা সাড়ে ৯টার দিকে বগুড়া পৌরসভা কার্যালয়ে শিশুকে এ ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে ক্যাম্পইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) মো. আশরাফ উদ্দিন।
এসময় পৌরসভার মেয়র অ্যাডভোকেট এ কে এম মাহবুবর রহমান, সিভিল সার্জন ডা. অর্ধেন্দু দেব, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. ওয়াজিউল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা. এটিএম নুরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু, ডা. সামসী আরা বেগম, ডা. মোরচ্ছালিন তুনাজ্জিনা, কাউন্সিলর আব্দুর রহিম প্রামাণিক, শাহাবুদ্দিন সৈকত, মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, ওয়ার্ড ভিত্তিক ও ভ্রাম্যমাণ জনগোষ্ঠীর জন্য মোট ১২৪টি কেন্দ্রে ২৭ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল (নীল ও লাল) খাওয়ানো হবে। আর এ কাজে মোট ৩৯২ কর্মী বিকেল ৪টা পর্যন্ত নিয়োজিত থাকবেন। সকাল ৮টা থেকে এ কার্যক্রম শুরু হয়।
বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৬
এমবিএইচ/বিএস