ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

কর্মবিরতিতে ন্যাশনাল মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, মার্চ ৫, ২০১৭
কর্মবিরতিতে ন্যাশনাল মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা

ঢাকা: বগুড়ায় রোগীর স্বজনদের সঙ্গে মারপিটের জেরে ইন্টার্ন চিকিৎসকদের শাস্তি দেওয়ার প্রতিবাদে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মবিরতি পালিত হচ্ছে।

রোববার (০৫ মার্চ) সন্ধ্যায় বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক রাকিব খান নিলয়।

তিনি বলেন, আমরা সারাদেশে প্রায় ৪৪টি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে একযোগে এ কর্মবিরতি পালন করছি।

কারণ আমাদের চারজন ইন্টার্ন চিকিৎসক ভাইকে ইন্টার্ন স্থগিত করা হয়েছে। যা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

ইন্টার্ন চিকিৎসকদের এ কর্মবিরতির ফলে বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে ন্যাশনাল মেডিকেল কলেজে চিকিৎসা নিতে আসা রোগীদের।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৭
ডিআর/আরআইএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।