ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

বিএসএমএমইউ-তে অটিজমের উপর ৫ দিনব্যাপী ফেলোশিপ কর্মসূচি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
বিএসএমএমইউ-তে অটিজমের উপর ৫ দিনব্যাপী ফেলোশিপ কর্মসূচি পুতুলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন বিএসএমএমইউ-এর উপাচার্য-ছবি-বাংলানিউজ

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) অটিজমের উপর পাঁচ দিনব্যাপী ফেলোশিপ কর্মসূচির উদ্বোধন করেন অটিজম বিশেষজ্ঞ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুল।

সোমবার (১৬ অক্টোবর) সকালে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।  

বিএসএমএমইউ-এর উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

 

এসময় উপস্থিত ছিলেন-বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, বিএসএমএমইউ-এর রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, বিএসএমএমইউ-এর ইনস্টিটিউট অব পেডিয়াট্রিক নিউরোডিজঅর্ডার অ্যান্ড অটিজম (ইপনা)-এর প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. শাহীন আখতার প্রমুখ।  

কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা) বাংলাদেশ অফিসের সহায়তায় এই কর্মসূচির আয়োজন করেছে ইপনা।  

সায়মা ওয়াজেদ পুতুলের নেতৃত্বে প্রশিক্ষণটি পরিকল্পনা ও পরিচালনা করছে সূচনা ফাউন্ডেশন।

১৬ অক্টোবর থেকে শুরু হওয়া কোর্সটি চলবে আগামী ২০ অক্টোবর পর্যন্ত।  

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
আরআর
 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।